অনলাইন ডেস্ক, ৩ জুলাই।। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকে বাদ পড়েছে জার্মানি। বিদায়ের ক্ষত তরতাজা থাকতেই আরেকটি দুঃসংবাদ শুনতে হলো তাদের সমর্থকদের।
জার্মানির জার্সিতে আর দেখা যাবে না টনি ক্রুসকে। মঙ্গলবার ওয়েম্বলিতে ইংলিশদের বিপক্ষে ২-০ গোলে হারের পরপরই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৩১ বছর বয়সী ‘মাঝমাঠের মেশিন’।
জাতীয় দলে ক্রুসের অভিষেক হয় ২০১০ সালে। ২০১৪ সালে বিশ্বকাপ জেতা এই তারকা জার্মানির হয়ে খেলেছেন ১০৬ ম্যাচ।
অবসরের ঘোষণা দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্রুস লেখেন, ‘জার্মানির হয়ে আমি ১০৬ ম্যাচ খেলেছি। কিন্তু আর সময় হচ্ছে না। এই টুর্নামেন্টের পরে কিছু সময়ের জন্য অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। ২০২২ কাতার বিশ্বকাপে আমি থাকব না। ’
ক্রুস জানান, তিনি এখন কয়েক বছরের জন্য রিয়াল মাদ্রিদের হয়ে খেলার দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে চান। সেই সঙ্গে চান পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে।
২০০৭ সালে বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু ক্রুসের। বুন্দেসলিগায় দুইশ’র বেশি ম্যাচ খেলে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি।