স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ জুলাই।।
কোভিডকালীন পরিস্থিতিতে অনলাইনেই ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। পড়াশোনার পাশাপাশি তারা সৃজনশীলতাতেও মনোনিবেশ করছে। এরকমই এক শিশু পঞ্চম শ্রেণীর পড়ুয়া আকাঙ্খা দেবনাথ নিজে হাতে বানিয়েছে বাঁশের ডেস্ক।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আকাঙ্খা ইচ্ছে প্রকাশ করেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তার বানানো বাঁশের ডেস্ক তুলে দেবে। আজ সে বাবা-মায়ের সঙ্গে এসে মুখ্যমন্ত্রীর হাতে তা তুলে দেয়।
মুখ্যমন্ত্রী বলেন তিনি তার সৃজনশীল নৈপুণ্যে মুগ্ধ। মা ত্রিপুরাসুন্দরীর কাছে প্রার্থনা, আকাঙ্খা জীবনে প্রতিষ্ঠিত হোক। মুখ্যমন্ত্রী বলেন, সৃজনশীলতা মানসিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা নেয়।
আমি সকল অভিভাবকদের কাছে আবেদন করব, পড়াশোনার পাশাপাশি যাতে আপনার সন্তান সৃজনশীল কাজে মনোনিবেশ করে সে ব্যাপারে তাকে উৎসাহ প্রদান করুন। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ, সৃজনশীল মনন নিয়ে বেড়ে উঠবে।