স্টাফ রিপোর্টার, আগরতলা, ০২ জুলাই।। বোধজংনগর থানার এসডিপিও পিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে বাইপাস এলাকা থেকে একটি ট্রাক গাড়ি আটক করা হয় এবং ঐ গাড়ি থেকে উদ্ধার করা হয় ৪৫০ কেজি শুকনো গাঁজা৷
যার আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষাধিক টাকা বলে অনুমান৷ এই ঘটনায় আটক করা হয় সংশ্লিষ্ট ট্রাক গাড়ির চালককে৷ এই সফল অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক পিয়া মাধুরির নেতৃত্বে বোধজংনগর থানার পুলিশ৷
ভোর রাত আনুমানিক সাড়ে তিনটা নাগাদ পুলিশের কাছে আসা বিশেষ গোপন খবরের উপর ভিত্তি করে বাইপাস সড়ক থেকে বারো চাকার লরিকে থানায় এসে তল্লাশি চালিয়ে এই বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক পিয়া মাধুরি৷
প্রায় প্রতিদিনই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা আদতে মুখ্যমন্ত্রীর নেশা বিরোধী রাজ্য গঠনের স্বপ্ণের সামনে একটা বড় প্রশ্ণচিহ্ণ বলে সংশ্লিষ্ট মহলের ধারণা৷