অনলাইন ডেস্ক, ৩ জুলাই।। ডিনো মোরিয়া, সঞ্জয় খান ও ডিজে আকিলের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। তাদের সবার বিরুদ্ধে অভিযোগ গুজরাট ফার্মা কোম্পানি স্টারলিং বায়োটেকের টাকা তছরুপ। চারজনের বিরুদ্ধে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে প্রায় ৮ কোটি ৭৯ লাখ টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে।
তিন বলিউড তারকার সঙ্গে রয়েছে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের জামাতা ইরফান আহমেদ সিদ্দিকী। সঞ্জয় খানের বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মূল্য ৩ কোটি টাকা, ডিনো মোরিয়ার ১.৪ কোটি এবং আকিল আব্দুল খালিল বাচোয়ালি ওরফে ডিজে আকিলের সম্পত্তির মূল্য ১.৯৮ কোটি টাকা। আবার ইরফানের সম্পত্তির পরিমাণ ২.৪১ কোটি টাকা। ইডি-র তরফে বলা হয়, স্টার্লিং বায়োটেকের দুই প্রোমোটার নিতীন সান্দেসারা ও চেতন সান্দেসারা তছরুপের টাকা এই চারজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল।
১৪ হাজার ৫০০ কোটি টাকার যে ব্যাংক ফ্রডের সঙ্গে স্টার্লিং বায়োটেকের প্রোমোটার ও ডিরেক্টরদের নাম জড়িয়েছিল, সেই মামলাতেই এবার নাম জড়াল বলিউড তারকাদের। এ দিকে আর্থিক দুর্নীতির ঘটনায় এবার অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব করল ইডি। ‘ভিকি ডোনার’-খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
আর সেই কারণেই শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। আর্থিক তছরুপের অভিযোগে অনেক বড় বড় প্রযোজনা সংস্থাও ইডি-র র্যাডারে রয়েছে। প্রথম সারির অভিনেতা, প্রযোজক কিংবা ডিজাইনারদেরও তলব করা হচ্ছে মাঝেমধ্যেই।