Boeing 737 Max : বোয়িং কোম্পানির ৭৩৭ বিমানের হনলুলু অঞ্চলের জলে জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক, ৩ জুলাই।। প্রযুক্তিতে ত্রুটি সন্দেহে বছর দুয়েক আগে একবার বন্ধ হয়ে যাওয়া বোয়িং কোম্পানির ৭৩৭ উড়োজাহাজ এবার হাওয়াইয়ের হনলুলু অঞ্চলের জলে জরুরি অবতরণে বাধ্য হয়েছে।

লাইভএটিসি থেকে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার সকালে কার্গো উড়োজাহাজটির পাইলট নিয়ন্ত্রণকক্ষে জানান, একটি ইঞ্জিন কাজ করছে না।

সিএনএন-র কাছে পাঠানো বিবৃতিতে ফেডারেল অ্যাভিয়েশনের কর্মকর্তারা শনিবার বলেছেন, ‘পাইলট ইঞ্জিনে সমস্যার কথা জানান। তখন তিনি হনলুলুতে ফেরার চেষ্টা করেন। কিন্তু জলে অবতরণে বাধ্য হন। ’

উদ্ধারকারীরা ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করেছেন। পাইলট নিয়ন্ত্রণকক্ষে জানান, বাতাসের গতি তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্বিতীয় ইঞ্জিনটিও বিকল হয়ে পড়েছে বলে সন্দেহ করেন তিনি।

‘আমরা একটি ইঞ্জিন হারিয়েছি। এয়ারপোর্টের দমকলবাহিনীকে প্রস্তুত থাকার অনুরোধ করছি। অন্য ইঞ্জিনটিও নষ্ট হয়ে যাচ্ছে। খুব গরম হয়ে গেছে। ’

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের ১৪ ডিসট্রিক্টের একটি সৈকতে উড়োজাহাজটি অবতরণ করে। এই ঘটনার পর বোয়িংয়ের শেয়ার কিছুটা কমেছে নিউইয়র্কে।

দুই বছর ধরে বোয়িং ৭৩৭ ম্যাক্স নিয়ে অনেক সমালোচনা চলছে। দুটি দুর্ঘটনায় কয়েক শ যাত্রী প্রাণ হারিয়েছেন। এরপর ২০ মাস বন্ধ থাকার পর গত বছর আবার আকাশে ওড়ার অনুমতি দেয়া হয়।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার যে মডেলটি দুর্ঘটনায় পড়েছে সেটি ম্যাক্সের থেকেও পুরোনো জেনারেশনের।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?