BJP vs TIPRA : বিজেপি ও তিপরা মথার কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত গর্জি এলাকা, আহত ৫

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ০২ জুলাই।। বিজেপি ও তিপরা মথার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন গর্জি থানাধীন কালাবন বাজার এলাকায়৷

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী৷ আর এই সংঘর্ষের ঘটনায় আহত উভয় দলের কর্মী-সমর্থক৷ আহত হয় পুলিশও৷ ভাঙচুর করা হয় পুলিশের বাইক৷ এলাকায় উত্তেজনা৷

গোলাইন, বিয়ারের বোতল, ইট দিয়ে পুলিশ কর্মীদের উপর আক্রমণ করা হয় বলে জানান রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ৷ এতে উনি সহ বেশ কয়েকজন টিএসআর জওয়ান আহত হয়ে গর্জি হেলথ সেন্টারে চিকিৎসাধীন৷ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷

পুলিশ তালাবন্দী বিজেপি ও পঞ্চায়েত কর্মীদের উদ্ধার করতে গেলেই ঘটে এই সংঘর্ষের ঘটনা৷ আহত রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ সহ ৪-৫জন টিএসআর বাহিনীর জওয়ান৷ ঘটনাস্থলে পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার৷

কালাবন ভিলেজ কার্যালয়ে তিপরা মথার কর্মী-সমর্থকরা তালাবন্দী করে বিজেপি কর্মী ও পঞ্চায়েত কর্মীদের আটকে রাখার ঘটনা থেকে এই ঘটনার সূত্রপাত বলে জানান রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?