অনলাইন ডেস্ক, ২ জুলাই।। অর্থ তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমন পাঠাল বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে। সংবাদ সংস্থা জানায়, শুক্রবার ইডির তরফে সমন পাঠানো হয়েছে সদ্য বিবাহিতা এই নায়িকাকে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে ইয়ামিকে জিজ্ঞাসাবাদ করতে চায় ভারতের এ কেন্দ্রীয় সংস্থা।
গত মাসেই পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ইয়ামি গৌতম। বলা হচ্ছে, বেশ কয়েক মাস ধরেই ইডির নজরদারিতে রয়েছেন রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন থেকে পরিচিতি পাওয়া এ নায়িকা। ইয়ামির বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগের তদন্ত করছে ইডির জোন টু’র কর্মকর্তারা। এই নিয়ে দ্বিতীয়বার ইডির তরফে সমন পাঠানো হলো অভিনেত্রীকে।
এই মুহূর্তে বলিউডের একাধিক নামী-দামী ব্যক্তিত্ব ও প্রযোজনা সংস্থা রয়েছে ইডির নজরদারিতে। গত মাসে উরি পরিচালক আদিত্য ধরকে চুপিসাড়ে বিয়ে করেন এই পাহাড়ি কন্যা। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় দুজনে সুখবর ঘোষণা করেন। ইতিমধ্যেই মুম্বাই ফিরে ‘এ থার্সডে’ ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন ইয়ামি। তার মাঝেই ইডির সমন হাতে পেলেন।