অনলাইন ডেস্ক, ২ জুলাই।। দুই বছরের চুক্তিতে নতুন কোচ হিসেবে নুনো এসপিরিতো সান্তোকে নিয়োগ দিয়েছে টটেনহাম। ৪৭ বছর বয়সী পর্তুগিজ কোচ এর আগে সামলেছেন আরেক ইংলিশ ক্লাব উলভসের দায়িত্ব।
উলভসের হয়ে চমৎকার চার মৌসুম কাটিয়ে গত মে মাসে চাকরি থেকে ইস্তফা দেন নুনো। ক্লাবটি চ্যাম্পিয়নশিপে থাকাকালীন দায়িত্ব নেন তিনি। এরপর তার অধীনে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালও খেলে উলভস। টটেনহামের প্রধান কোচের নিয়োগ পাওয়ার পর নুনো বলেন, ‘স্পার্সের হতে পারাটা এটা বিশাল এক আনন্দ ও সম্মানের।
আমি খুশি এবং কাজ শুরুর অপেক্ষায় আছি।’ গত এপ্রিলে হোসে মরিনহোকে বরখাস্ত করে স্পার্সরা। এরপর মৌসুমের শেষ পর্যন্ত ২৯ বছর বয়সী রায়ান ম্যাসনকে কোচ করা হয়। এবার নতুন মৌসুম শুরুর আগেই নুনোকে হ্যারি কেন-সং হিয়ুং মিনদের দায়িত্ব কাঁধে তোলে দেওয়া হলো।