T20 : কিয়োরন পোলার্ডের ব্যাটিং ঝড়ের পর বল হাতে নজর কাড়লেন ডোয়াইন ব্রাভো

অনলাইন ডেস্ক, ২ জুলাই।। কিয়োরন পোলার্ডের ব্যাটিং ঝড়ের পর বল হাতে নজর কাড়লেন আরেক অভিজ্ঞ তারকা ডোয়াইন ব্রাভো। এই দুইয়ের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২১ রানে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ফিরল ২-২ সমতা। রবিবার হতে যাওয়া পঞ্চম ম্যাচটি তাই ফাইনালে রূপ নিল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে গ্রেনাদায় টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে লেন্ডল সিমন্স ৩৪ বলে ৪টি করে চার ও ছক্কায় ৪৭ রান করেন। অন্যরা সুবিধা করতে না পারলেও অধিনায়ক পোলার্ডের ব্যাটে ঝড় ওঠে। ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন তিনি।

২টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা। প্রোটিয়াদের পক্ষে জর্জ লিন্ডে ও তাবরাইজ শামসি সর্বাধিক ২টি করে উইকেট নেন। জবাবে কুইন্টন ডি ককের ৪৩ বলে ৬০ রানের ইনিংসের পরও জয় পায়নি দক্ষিণ আফ্রিকা। কারণ অন্য প্রান্তে ছিল কেবল আসা যাওয়া।

তাই ৯ উইকেটে ১৪৬ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। প্রতিপক্ষের সপ্তম শিকার হওয়ার আগে ডি কক তার ইনিংস সাজান ৬ চার ও ২ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে আইডেন মারকরামের ব্যাট থেকে। ব্রাভো ১৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার ক্যারিয়ারসেরা বোলিং। ২ উইকেট পেয়েছেন আন্দ্রে রাসেল। ম্যাচসেরা হয়েছেন পোলার্ড।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?