অনলাইন ডেস্ক, ২ জুলাই।। যৌন হেনস্থার শিকার হওয়া ৬০ হাজার মানুষের সঙ্গে সমঝোতায় আসতে ৮৫০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে দ্য বয় স্কাউটস অফ আমেরিকা। আইনজীবীদের উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, যৌন হেনস্থার ক্ষেত্রে এটিই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। বয় স্কাউটস থেকে ভুক্তভোগীদের সঙ্গে ইতিমধ্যে ক্ষমা চাওয়া হয়েছে।
গত বছর তারা জানিয়েছে, সবাইকে ক্ষতিপূরণ দিতে একটি ট্রাস্ট গঠন করা হবে। ২০১২ সালে লজ অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে যৌন হেনস্থার অভিযোগ বিষয়ক ৫ হাজার নথি ফাঁস করা হয়। সেখানে বলা হয় স্কাউটসের মাস্টার এবং সৈনিকেরা যৌন হেনস্থার সঙ্গে জড়িত। এর মধ্যে অধিকাংশ অভিযোগের বিষয়ে পুলিশকে অবহিত করেনি ১১১ বছর বয়সী সংগঠনটি।
কর্মকর্তারা বিবৃতিতে বলেছেন, সমাধানে আসতে তারা নানাভাবে চেষ্টা করছেন। এই সমঝোতা সেই চেষ্টারই অংশ। বিবিসি বলছে, সমঝোতার অনুমোদনের জন্য বিচারকের সম্মতি দরকার। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় বিএসএ থেকে সমঝোতা তহবিলে শুক্রবারই ৬০০ মিলিয়ন ডলার জমা দেয়া হবে।