অনলাইন ডেস্ক, ২ জুলাই।। বলিউড ছেড়ে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণের সঙ্গে রোম্যান্স করবেন আলিয়া ভাট। কিছুদিনের মধ্যে শুটিং হবে এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবির রোমান্টিক গানের দৃশ্যায়ন। ‘বাহুবলি’র অসাধারণ সাফল্যের পর একদম ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হতে চলেছেন রাজামৌলি।
আর শুরু থেকেই ছবিটি নিয়ে রয়েছে বিতর্ক। বয়কটের হুমকি দিয়েছে বিভিন্ন জনগোষ্ঠী। ইতিমধ্যে ‘আরআরআর’-এর শুটিং শেষের পর্যায়ে। বাকি রয়েছে শুধু দুটি গান। যার একটিতে থাকছেন দুই ইন্ডাস্ট্রির শীর্ষ দুই তারকা। ছবিতে আলিয়া ভাটকে দেখা যাবে সীতার চরিত্রে এবং রামচরণকে দেখা যাবে আল্লুরি সিতারামা রাজুর চরিত্রে। শোনা যাচ্ছে, ছবির অন্যতম হাইলাইট পয়েন্ট হতে চলেছে গানটি।
মহামারির মাঝে থেমে থেমে অনেকটাই এগিয়ে গেছে ‘আরআরআর’। ইতিমধ্যে জুনিয়ার এনটিআর ও রামচরণ দুটি ভাষায় ডাবিংও সেরে ফেলেছেন। শিগগিরই ছবির বাকি কাজ শেষ হবে। ঐতিহাসিক গল্পে ‘আরআরআর’ তৈরি হচ্ছে ৪০০ কোটি রুপির মেগা বাজেটে।
শোনা যাচ্ছে, দুই তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের জীবনের ওপরেই তৈরি এই ছবির চিত্রনাট্য। শুধু আলিয়াই নন, অজয় দেবগণকেও দেখা যাবে দক্ষিণী তারকাদের সঙ্গে। ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।