অনলাইন ডেস্ক, ২ জুলাই।। বলিউড অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল মারা গেছেন। বুধবার ভোরে হার্ট অ্যাটাকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজের বয়স ছিল ৪৯ বছর। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, চিকিৎসকদের সাহায্য নেওয়ার কোনো সুযোগই পায়নি রাজের পরিবার। বুধবার মুম্বাইয়ের দাদরের শিবাজি পার্কে প্রয়াত চলচ্চিত্র নির্মাতার শেষকৃত্য সম্পন্ন হয়।
বারবার কান্নায় ভেঙে পড়া মন্দিরা নিজ হাতেই সামলান সব আয়োজন। লাশ বহন থেকে মুখাগ্নি সব কাজেই ছিলেন এ অভিনেত্রী-সঞ্চালক। মৃত্যুসংবাদ পেয়ে সাত-সকালেই হাজির হন মন্দিরা ও রাজের সহকর্মীরা। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে সমবেদনা জানান অনেকে। কপিরাইটার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন রাজ কৌশল। পরে তিনি সিনেমা পরিচালনা-প্রযোজনাও করেন। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অনেক অ্যাড ফিল্মও করেছেন তিনি। বিভিন্ন প্রথম সারির ব্র্যান্ডের জন্য কমার্শিয়ালের পরিচালনা করেছেন।
প্যায়ার মে কাভি কাভি, শাদি কা লাড্ডু, অ্যান্টনি কৌন হ্যায়— এই তিনটি সিনেমা পরিচালনা করেন রাজ। মন্দিরা ও রাজের প্রথম সাক্ষাৎ পরিচালক মুকুল আনন্দের বাড়িতে। অভিনেত্রী সেখানে অডিশন দিতে এসেছিলেন। আর মুকুল আনন্দের সহকারী হিসেবে কাজ করছিলেন রাজ। এখান থেকেই একে অপরের প্রেমে পড়েন তারা। ১৯৯৯ সালে ১৪ ফেব্রুয়ারি মন্দিরা ও রাজের বিয়ে হয়।
মন্দিরার বাবা-মা মেয়েকে বিয়ে এক চলচ্চিত্র পরিচালকের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু এ জুটি কোনো বাধা মানেননি। ২০১১ সালে তারা মা-বাবা হন। গত বছর দত্তক নেন চার বছরের এক শিশুকে।