অনলাইন ডেস্ক, ২ জুলাই।। পাকিস্তানের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকের চূড়ায় উঠেছেন নিদা দার। বুধবার অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সাফল্য ধরা দেয় ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ নারী ক্রিকেটারের হাতে।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে আছেন শহীদ আফ্রিদি। এই সাবেক অলরাউন্ডার ৯৯ ম্যাচে নিয়েছেন ৯৮ উইকেট। টি-টোয়েন্টিতে পঞ্চম নারী ক্রিকেটার হিসেবে শত উইকেট পেয়েছেন নিদা।
আনিসা মোহাম্মদ, এলিস পেরি, শবনিম ইসমাইল ও অন্য শ্রুবসোলের পর এই অভিজাত ক্লাবে নাম লেখালেন তিনি। সেই সঙ্গে দ্বিতীয় এশিয়ান ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার পরে ১০০ উইকেটের ঘরে পা রাখলেন নিদা।
তবে নিদার মাইলফলক গড়ার দিনে উইন্ডিজ নারীদের বিপক্ষে পাকিস্তানের নারীরা সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে ১০ রানে। ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। প্রথম উইকেটটি নিয়ে উইকেটের সেঞ্চুরি করেন নিদা।