অনলাইন ডেস্ক, ২ জুলাই।। জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে মাইকেল ডি ভেনুতো ও জেফ ভনকে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের কোচিং স্টাফে যোগ দেবেন এই দুজন। বর্তমানে অস্ট্রেলিয়ান স্কোয়াডের সঙ্গে সেন্ট লুসিয়া সফরে আছেন ডি ভেনুতো।
এর আগে ২০১৩ সালে জাতীয় দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ৪৭ বছর বয়সী এই কোচ ৯টি ওয়ানডে খেলেছেন। অসুস্থ থাকা প্রধান কোচ ড্যারেন লেহম্যানের পরিবর্তে ২০১৬ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের সিনিয়র কোচের দায়িত্বও পালন করেন ডি ভেনুতো। সারে’র প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে তার।
তার অধীনে ১৬ বছর পর ২০১৮ সালে প্রথমবার কাউন্টি শিরোপা জেতে দলটি। অন্যদিকে ৪৭ বছর বয়সী ভন তার এই নিয়োগকে ‘ক্যারিয়ারের সেরা প্রাপ্তি’ হিসেবে দেখছেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার ২৮টি প্রথম শ্রেণি ও ২৪টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন।
২০১৭ সালে তাসমানিয়ার সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দক্ষিণ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সে ছিলেন। ঘরের মাটিতে আগামী গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে নিজের কোচিং গ্রুপে এই দুজনকে পেয়ে খুবই রোমাঞ্চিত ল্যাঙ্গার। ডি ভেনুতো ও ভনকে স্বাগত জানিয়েছেন অজিদের প্রধান কোচ।