American comedian : তিন বছর জেলে খেটে মুক্ত হলেন আমেরিকান কমেডিয়ান বিল কসবি

অনলাইন ডেস্ক, ২ জুলাই।। তিন বছর জেলে খেটে মুক্ত হলেন আমেরিকান কমেডিয়ান বিল কসবি। তার বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করেছে পেনসিলভানিয়ার সুপ্রিম কোর্ট। খবর বিবিসি ও ভ্যারাইটি। বিচারক জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষের দ্বারা ‘প্রক্রিয়াগত লঙ্ঘন’ ঘটেছিল। কিন্তু স্বীকার করে নেওয়া হয় আদেশটি অস্বাভাবিক ছিল।

কসবির আইনজীবী জানান, নাগরিকের সাংবিধানিক অধিকারের বলে তিনি ছাড়া পেয়েছেন। ৮৩ বছরের কসবির ১০ বছরের সাজা হয়েছিল। তিনি এতদিন ফিলাডেলফিয়ার জেলে বন্দী ছিলেন। ২০১৮ সালে তিনি মাদক সেবন ও সাবেক বাস্কেটবল খেলোয়াড় আদ্রেয়া কনস্ট্যান্ডের শ্লীলতাহানির জন্য অভিযুক্ত হন। ১৯৮০ এর দশকের বিখ্যাত টিভি সিরিজ ‘দ্য কসবি শো’র জন্য বেশি পরিচিত এ অভিনেতা।

তাকে এক সময় ‘আমেরিকাস ড্যাড’ বলে ডাকা হতো। ‘মিটু’ আন্দোলনের শুরুর দিকে কয়েক ডজন নারী কসবির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। এর মধ্যে ২০১৮ সালে কনস্ট্যান্ডের অভিযোগটি ফৌজদারি দণ্ডবিধিতে আমলে নেওয়া হয়। এটি ছিল ‘মিটু’ আন্দোলনের রমরমা সময়ে প্রথম কোনো হাই-প্রোফাইল মামলা।

ওই নারীদের সঙ্গে মাদক গ্রহণ ও সম্পর্ক স্থাপনের ইচ্ছার কথার কসবি আদালতে স্বীকার করেছিলেন। তবে জানান, সবকিছুই তাদের সম্মতিতে হয়েছিল। বুধবার পেনসিলভানিয়ার সর্বোচ্চ আদালত জানায়, কসবির বিরুদ্ধে মামলায় ‘প্রক্রিয়াগত লঙ্ঘন’ ঘটেছে। কারণ রাষ্ট্রপক্ষের সঙ্গে আগেই চুক্তি হয়েছিল এ মামলায় তাকে অভিযুক্ত করা হবে না। বুধবারই অভিনেতাকে জেল থেকে ছাড়া হয়।

তবে তিনি সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করেননি। তার আইনজীবী রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরে এক টুইটে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান অভিনেতা। জানান, কখনো গল্প পরিবর্তন করেননি তিনি। সব সময় নিজের ‘সরলতা’ বজায় রেখেছেন। এ দিকে বিল কসবির মুক্তিতে অসন্তুষ্টি জানিয়েছে উপস্থিত তিন নারীর আইনজীবী।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?