Protest : রিলিফ প্যাকেজ নিয়ে পৌঁছা মাত্রই আক্রোশের মুখে বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকেরা

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩০ জুন।। মুখ্যমন্ত্রী কোভিড রিলিফ প্যাকেজ বিতরণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকেরা৷ ঘটনাটি ঘটে বুধবার জম্পুইজলা মহকুমার হিরাপুর এডিসি ভিলেজে৷

ঘটনার বিবরণে জানা যায়, এদিন জম্পুইজলা মহকুমার কয়েকটি জনজাতি গ্রামে কোভিড রিলিফ প্যাকেজ প্রদান করা হয়৷ জম্পুইজলা মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রত্যন্ত এলাকায় মুখ্যমন্ত্রী কোভিড রিলিফ প্যাকেজ পৌঁছে দেয়া হচ্ছে৷

যথারীতি বুধবার দয়ারামপাড়া, জগাইবাড়ি, হিরাপুর, প্রমোদনগরে প্যাকেজ বিতরণ করে মহকুমা প্রশাসন৷ দয়ারামপাড়া এডিসি ভিলেজে প্যাকেজ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, ছিলেন মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা৷ এরপর হিরাপুর এডিসি ভিলেজে পৌঁছামাত্রই আক্রোশের মুখে পড়েন বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকেরা৷

তিপরা মথার সমর্থকেরা স্পষ্টভাবে জানিয়ে দেয় ত্রিপুরা সরকারের কোন রিলিফ প্যাকেজ বিতরণ করা যাবে না৷ দিতে হলে রেশন দোকানে দেওয়া হোক৷ রাজনৈতিক কর্মীদের নিয়ে পাড়ায় গিয়ে খাদ্য সামগ্রী দেয়া চলবে না৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়৷ এ খবর চাউর হতেই বিভিন্ন এলাকা থেকে জনজাতি মোর্চার সমর্থকেরা হিরাপুরমুখী হয়৷

তিপরা মথা এবং বিজেপি কর্মীদের সম্মুখ সমর অবস্থা৷ উত্তেজনা চরম আকার ধারণ করে৷ মহকুমা শাসক বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন৷ কিন্তু কোন কাজ হয়নি৷ খবর পেয়ে টাকারজলা থানার পুলিশ দ্রুত ছুটে যায় হিরাপুরে৷

বিশাল পুলিশ টিএসআর বাহিনী মোতায়েন করে প্রশাসনিক তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ বানচাল হয়ে যায় মুখ্যমন্ত্রী কোভিড রিলিফ প্যাকেজ বিতরণ৷ শেষে প্রশাসনিক কর্তারা জগাইবাড়ি এবং প্রমোদনগরে বিতরণ করেন প্যাকেজ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?