স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জুন।। ১৯৫৫ সালে ৩০ জুন বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের অন্তর্গত তৎকালীন সাঁওতাল পরগনায় সাঁওতাল, মুন্ডা অংশের মানুষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব আইন এবং শোষণ, অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন৷
এই আন্দোলন হুল বিদ্রোহ নামে খ্যাত৷ এই বিদ্রোহের নেতা ছিলেন সিধু, কানু, চাঁদ সহ অন্যান্যরা৷ ১৮৫৭ সালে যা মহাবিদ্রোহের আকার ধারণ করে৷ যা সিপাহী বিদ্রোহ নামে সকলে চেনে৷ এই সাঁওতাল বিদ্রোহের শহিদদের স্মরণে বুধবার জেলা ও মহকুমা সদরে শহিদবেদীতে শ্রদ্ধা জানানো হয়৷
এদিন সিপিএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির উদ্যোগে ১৫৬ তম হুল দিবস পালন করা হয়৷ শ্রদ্ধা জানান সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা৷
এদিন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পর সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, তৎকালীন সময়ে ইংরেজরা যেমন শোষণ করেছিল ঠিক তেমনি নরেন্দ্র মোদি সরকার মানুষকে শোষণ করে চলেছে৷ কৃষকদের অধিকার কেড়ে নিতে কৃষি আইন পাশ করেছে সরকার৷
ইতিমধ্যে ৫২০ জন আন্দোলনরত কৃষকের মৃত্যু হয়েছে দিল্লিতে৷ শ্রমিকদের শ্রম কোড ৪৪টি থেকে মাত্র চারটি করা হয়েছে৷ তাই এই শোষণের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে হবে৷