স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জুন।। আগরতলা শহরের কর্ণেল চৌমুহনি এলাকায় শাসক দলের নেতা নামধারীরা প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে বুধবার একটি বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুর নাগাদ রিঙ্কি দের বাপের বাড়িতে পূর্ব বিরোধের জেরে হামলা চালায়৷ অভিযুক্তরা হলো অমর দে ও দীপঙ্কর দে৷ রিঙ্কি দে এ ব্যাপারে পশ্চিম আগরতলা মহিলা থানায় মামলা করতে যান৷
আশ্চর্যজনকভাবে পুলিশ মামলা গ্রহণ না করে ঘটনার মীমাংসা করে দেওয়া হবে বলে জানায়৷ অভিযোগকারীর মামলা গ্রহণ না করে তাকে থানায় বসিয়ে রেখে অভিযুক্তদের খবর পাঠায় মহিলা থানার পুলিশ৷ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মহিলাকে থানায় বসিয়ে রাখার পর অভিযুক্তরা মহিলা থানায় আসে৷
কিন্তু মীমাংসা হয়নি৷ অভিযুক্ত অমর দে লিখিতভাবে পাল্টা অভিযোগ আনেন৷ অবশ্য পরবর্তী সময়ে রিঙ্কি দে’র অভিযোগও গ্রহণ করেছে পুলিশ৷ পুলিশের ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করেছে রিঙ্কি দে’র পরিবার৷ খোঁজ খবর নিয়ে জানা গেছে, অমর দে-বৈধ অনুমতি না নিয়েই দালানবাড়ি তৈরি করার চেষ্টা করেন৷
এ ব্যাপারে হাইকোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে৷ হাইকোর্ট অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে নির্দেশ জারি করেছিল৷ অবৈধ নির্মাণ ভেঙে ফেলার বদলে ক্ষমতার দাপট দেখিয়ে অমর দে ঘর তৈরির চেষ্টা পুনরায় করেন৷
এনিয়ে পুনরায় মামলা হয়৷ মামলার পরিপ্রেক্ষিতে পুরনিগমের টাস্ক ফোর্স হানা দেয়৷ তাতে ক্ষিপ্ত হয়েই রিঙ্কি দে’র বাপের বাড়িতে অমর দে ও দীপঙ্কর দে বুধবার দুপুর নাগাদ হামলা চালিয়েছে বলে অভিযোগ৷