স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ জুলাই।। নিজেরা সুস্থ থাকতে, চিকিৎসকদের সুরক্ষিত রাখুন—এটাই হোক ডক্টরস ডে’র স্লোগান। কোভিড মহামারীর এই সঙ্কটের সময়ে মানব সভ্যতাকে রক্ষা করতে চিকিৎসকদের ভূমিকাকে আমি কুর্নিশ জানাই।
এই কোভিড পর্বে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে সময়ে প্রতিটি কাজ হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী-সহ সকলে সেই কাজ বাস্তবায়িত করতে অবিসংবাদী ভূমিকা গ্রহণ করেছেন। সংক্রমণ ও মৃত্যু হার—দুই ক্ষেত্রেই ত্রিপুরা সন্তোষজনক জায়গায় রয়েছে।
টিকাকরণকে মিশন মুডে বাস্তবায়িত করা হচ্ছে এ রাজ্যে। ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণে যেমন ত্রিপুরা দেশের শীর্ষে তেমন ১৮ ঊর্ধ্বদের টিকাকরণেও প্রথম সারির রাজ্যগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা।
এটা খুবই ইতিবাচক দিক, আমাদের রাজ্যে ২৯ শতাংশ মহিলা চিকিৎসক রয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই স্বাস্থ্য ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাক। ডাক্তার বিধানচন্দ্র রায় যদি চিকিৎসক হয়েও প্রশাসক হতে পারেন, আমি চাইব আগামী দিনে ত্রিপুরাতেও চিকিৎসকদের মধ্যে থেকে প্রশাসক উঠে আসবেন।