স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ জুলাই।। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে মানুষেরই বীমা ছিল না। এখন প্রধানমন্ত্রী কৃষকদের ফসলেরও বীমার ব্যবস্থা করে দিয়েছেন।
এই যোজনার আওতায় যাতে আরও বেশি সংখ্যক কৃষক নাম নথিভুক্ত করেন সেই লক্ষ্যে আজ মহাকরণ থেকে এক প্রচারমূলক ভ্যানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনার পাশাপাশি রাজ্যে মুখ্যমন্ত্রী ফসলবীমা যোজনাও চালু হয়েছে। কৃষকরা আমাদের অন্নদাতা। তাঁদের সুরক্ষার দায়িত্ব সরকারের।
শুধু বীমা করলেই হবে না। ফসল ক্ষতিগ্রস্ত হলে কৃষকরা যাতে সেই বীমার অর্থ পান তা সুনিশ্চিত করাই সরকারের কাজ। সরকার তা করে চলেছে। ত্রিপুরার ৮০ শতাংশ কৃষক এই ফসলবীমা যোজনার আওতাভুক্ত।
মুখ্যমন্ত্রী বলেন, আমি আশা করি, আরও কৃষক এই বীমার সুবিধা গ্রহণ করবেন। অন্নদাতাদের আয় দ্বিগুণ করার লক্ষ্যেই নিরন্তর কাজ চলছে।
আগে ত্রিপুরার কৃষকদের মাসিক গড় আয় ছিল ৬ হাজার ৮০ টাকা। তা বৃদ্ধি পেয়ে এখন ১১ হাজার টাকার বেশি হয়েছে। ধানের সহায়ক মূল্যের সুবিধাও পাচ্ছেন রাজ্যের কৃষকরা।