স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৩০ জুন।। বুধবার যাত্রাপুর থানাধীন থাম্বামুড়ায় বন দপ্তর ও বিএসএফএর ১৩৩ ব্যাটেলিয়ান সালপুকুর বিওপি-র বিএসএফ ও কাঁঠালিয়া রেঞ্জের রেঞ্জার সহ বনদপ্তরের কর্মীরা হানা দিয়ে একটি অবৈধ কাঠ চেরাই মেশিন, একটি দমকল ও প্রচুর পরিমাণ বেআইনি কাঠের লগ উদ্ধার করে, যার বাজারমূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা৷
এরপর কিছু কাঠের দোকানে হানা দিয়ে বেআইনি কাঠ ও আসবাবপত্র উদ্ধার করে৷ তবে প্রশ্ণ হলো, দীর্ঘদিন ধরে প্রায় ত্রিশটি অবৈধ কাঠের মিল বনদপ্তর ও পুলিশের নাকের ডগায় চললেও কেন কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ এলাকাবাসীর বক্তব্য এখনো সোনামুড়া শহরের ঢিলেঁছাড়া দূরত্বে বহু মিল চলছে প্রকাশ্যেই৷ কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷
এদিকে সোনামুড়া বৈধ স’মিলের মালিকরা জানিয়েছেন যদি অবিলম্বে অবৈধ মিল বন্ধ না করা হয় তাহলে তারা আগামীদিনে বনমন্ত্রীর কাছে যেতে বাধ্য হবেন৷
কারণ মহকুমা বনাধিকারীকের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও এক অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷