Anger Against Police : কৈলাসহর থানার ওসির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল বামপন্থীরা, পথ অবরোধ

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৩০ জুন।। কৈলাসহর থানার ওসির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল বিরোধী দল৷ তিন ঘণ্টা থানা ঘেরাও করে রাখা হয় এবং পথ অবরোধ করা হয়৷ কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা বিনা কারণে ডিওয়াইএফআই এবং সিপিআইএম দলের কর্মীদের গ্রেপ্তার করে হেনস্তা করছেন বলে গুরুতর অভিযোগ৷ কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডার উপর অতিষ্ঠ হয়ে বুধবার দুপুরে বাম কর্মী সমর্থকরা কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷

.শুধু ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শনই নয়, রীতিমতো প্রকাশ্যে কৈলাসহর থানার সামনে দাঁড়িয়ে কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা মুর্দাবাদ, কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা হায় হায় ইত্যাদি স্লোগান দিতে থাকে তারা৷ ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার দুপুরে কর্মী-সমর্থকরা মহকুমা কমিটির অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করেন৷

বিক্ষোভ মিছিলটি দলীয় অফিস থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কৈলাসহর থানার সামনে এসে রাস্তা অবরোধ করে৷ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা৷ দলীয় এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন যুব নেতা আব্দুল মান্নান, সুরমান আলি, বিশু দাস, আব্দুল মুনিম, বিশ্বজিৎ বারিক, দেবাশিস চন্দ, নিলিমেশ পাল প্রমুখ৷ প্রায় তিন ঘণ্টা রাস্তা অবরোধ ও থানা ঘেরাও ছিল৷

ঘেরাও কর্মসূচি চলাকালীন এসডিপিও চন্দন সাহার আহ্বানে পাঁচজনের এক প্রতিনিধি দল কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডার চেম্বারে বৈঠকে বসেন৷ বৈঠকে যুব নেতা আব্দুল মান্নান এসডিপিও চন্দন সাহার কাছে জানতে চান, ‘সমাজকে ভাইরাস মুক্ত রাখতে জীবাণুনাশক ওষুধ ছড়ানোর কাজ ভারতীয় দন্ডবিধি অনুযায়ী ফৌজদারী অপরাধ কিনা?’

কারণ, তা নাহলে গত কুড়ি মে কৈলাসহরের ফুলতলি এলাকায় ডিওয়াইএফআই’র উদ্যোগে দলীয় কর্মীরা স্যানিটাইজেশন কর্মসূচি করে বাড়ি ফেরার পথে বিজেপি নেতা মৃদুল সিন্হার নেতৃত্বে ডিওয়াইএফআই কর্মী প্রসন্ন দাসকে বেধরক মারধর করে এবং বাইক ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন৷

গুরুতর আহত প্রসন্ন দাস কৈলাসহর থানায় লিখিত মামলা করার পর আসামিদের গ্রেপ্তার না করে উল্টো কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা প্রসন্ন দাসের বিরুদ্ধে মামলা নিয়ে প্রসন্ন দাসকে চূড়ান্ত হেনস্তা করেন৷ এছাড়া গত পনেরো দিন পূর্বে কৈলাসহরের মূর্তিছড়া এলাকার এক ডিওয়াইএফআই কর্মীকে বিনা কারণে গ্রেপ্তার করে থানায় হেনস্তা করেন ওসি পার্থ মুন্ডা৷

এসব প্রশ্ণের জবাবে ওসি পার্থ মুন্ডা নিজেকে নিরপেক্ষ বুঝাতে গিয়ে বলেন যে, ফুলতলি কাণ্ডে প্রসন্ন দাসের বিরুদ্ধে উনি মামলা নেননি, এই মামলাটি কৈলাসহরের মহকুমা শাসক করেছেন৷ ওসি পার্থ মুন্ডার মুখে এই কথা শোনে যুব নেতারা ক্ষিপ্ত হয়ে উঠে মহকুমা শাসককে ফোন করলে মহকুমা শাসক নিজেই ফোনে জানান উনি প্রসন্ন দাসের বিরুদ্ধে কোনো মামলা করেননি৷

যুব নেতা আব্দুল মান্নানের একের পর এক এরকম প্রশ্ণ শুনে এসডিপিও চন্দন সাহা বৈঠকে উপস্থিত যুব নেতাদের সামনে ওসি পার্থ মুন্ডাকে বলেন, আপনি কেন এরকম কাজ করছেন৷ ওসিকে তিনি রীতিমতো তিরস্কার করেন৷

বিক্ষোভ চলাকালীন যুবনেতা আব্দুল মান্নান সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ বাম যুব কর্মীদের উপর পুলিশের হয়রানি বন্ধ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?