স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।। মঙ্গলবার সকালে বটতলা এলাকায় চুরি যাওয়া জিনিস পত্র সহ দুজনকে আটক করেছেন স্থানীয়রা। অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কিছু ব্যাটারি ও অন্যান্য সামগ্রীসহ তাদেরকে আটক করে বটতলা আউট পোষ্টের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ভোরবেলা বটতলা এলাকায় বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী নিয়ে আসে চোরের দল। এমনই অভিমত প্রত্যক্ষদর্শীদের। এদিন কাকভোরে বটতলা উড়াল সেতুর নিচে জঙ্গল মুড়িয়ে কয়েকটি ব্যাটারি ও ব্যাটারি রাখার লোহার পাত্র রিকশায় করে আনার দৃশ্য দেখে দুই যুবককে পাকড়াও করে জনতা। কিন্তু এক যুবক পালিয়ে গেছে।
রিকশাচালক সহ ধৃত যুবককেচোর সন্দেহে বটতলা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভোরবেলায় নিয়মিতভাবে বটতলায় পুলিশ মোতায়েন থাকলে বহু সামগ্রী উদ্ধার করা সম্ভব বলে অনেকের অভিমত। বটতলা আউট পোস্টের পুলিশ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
তারা চোর চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।করোণা কারফিউ চলাকালে রাজধানী আগরতলা শহর এলাকায় চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের দুর্বলতার সুযোগে কাজে লাগিয়ে এ ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে।