স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৯ জুন।। তেলিয়ামুড়ার নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে বনদপ্তরের কর্মীরা। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। কাঠ পরিবহনকারী একটি মারুতি গাড়ি আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বনকর্মীরা মঙ্গলবার সাত-সকালে অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি সহ প্রচুর পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছেন।
ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় TRO1D -0592 নম্বরের একটি মারুতি গাড়ি করে জুমবাড়ি এলাকা থেকে অবৈধ কাঠ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ সহ বনদপ্তরের কর্মীরা নয়নপুর ব্রিজ সংলগ্ন এলাকায় উৎপেতে বসে থাকে।
অন্যদিকে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়িটি প্রত্যক্ষ করে গাড়িটিকে ধাওয়া করেন। অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়িটি নয়নপুর বাজার সংলগ্ন এলাকায় আসতেই বনদপ্তরের কর্মীরা আরেকটি গাড়ি করে সামনে এগিয়ে আসতেই অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়িতে থাকা চালক ও সহ চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।
তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা মারুতি গাড়ি সহ অবৈধ কাঠ বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়াস্থিত গামাইবাড়ি রেঞ্জ অফিসে নিয়ে আসে। এ ব্যাপারে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানান, অবৈধ কাঠের বাজারমূল্য প্রায় আনুমানিক ৩৫ হাজার টাকা। বনদপ্তর থেকে জানা যায়,গত ৩ মাসে খোয়াই জেলায় বণ-কর্মীরা ১০ টি গাড়ি আটক করে অবৈধ কাঠ সহ।
১৯ টি জি.ডি. এন্ট্রি হয় থানায়। বনদপ্তর এর কর্মীরা প্রচুর পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন। অভিযান অব্যাহত থাকবে বলে বড় দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।