অনলাইন ডেস্ক, ৩০ জুন।। ফরম্যাট বদলালেও ভাগ্য বদলাল না শ্রীলঙ্কার। ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজেও তাদের শুরু বড় হার দিয়ে।
মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে ৫ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছে ওয়েন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করা শ্রীলঙ্কা মাত্র ১৮৬ রানের লক্ষ্য দাঁড় করায়। জো রুট, জনি বেয়ারস্টোর ব্যাটে যা ৩৪.৫ ওভারে ছাড়িয়ে যায় স্বাগতিকরা।
লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ৮০ রানে ৪ উইকেটে হারিয়ে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। তবে রুটের নির্ভার ব্যাটে সেই চাপ কাটিয়ে দাপুটে জয়ই পেয়েছে ইংলিশরা।
পঞ্চম উইকেটে মইন আলিকে নিয়ে ৯১ রান যোগ করেন রুট। যে জুটিতেই নির্ধারণ হয়ে যায় ম্যাচের ভাগ্য। মইন ২৮ রান করে ফেরেন। পরে স্যাম কারেনকে নিয়ে বাকি কাজ সারেন রুট।
৭৮ বলে ৪ চারে অপরাজিত ৭৯ রান করেন রুট। মইন ৫৭ বলে ২৮ রান করেন। এ ছাড়া ওপেনার জনি বেয়ারস্টো ২১ বলে ৪৩ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দুষ্মন্ত চামিরা সর্বাধিক ৩ উইকেট নেন।
এর আগে শ্রীলঙ্কা ৪২.৩ ওভারে ১৮৫ রানে গুটিয়ে যায়। অধিনায়ক কুশল পেরেরা সর্বোচ্চ ৭৩ রান করেন। তার ৮১ বলের ইনিংসে ছিল ৭টি চার। এ ছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ৬৫ বলে ৫৪ রান করেন।
ইংলিশদের পক্ষে ক্রিস ওকস সর্বাধিক ৪টি এবং ডেভিড উইলি ৩ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ক্রিস ওকস।
বৃহস্পতিবার ওভালে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। রবিবার শেষ ম্যাচটি হবে ব্রিস্টলে। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।