Social Distance : সামাজিক দূরত্বের আদ্যশ্রাদ্ধ ঘটিয়ে ভ্যাকসিন, হিতে বিপরীত হওয়ার আশঙ্কা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।। রামনগর গোলচক্কর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিন নিতে গিয়ে দূরত্ব বজায় রাখছেন না লোকজনরা। তাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলা শহর এলাকার বর্ডার গোলচক্কর এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সেখানে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ভ্যাকসিন নিতে আসা লোকজনের মধ্যে সামাজিক দূরত্বের কোনো বালাই পরিলক্ষিত হয়নি।

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রশাসনের তরফ থেকেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রত্যেক এই ভ্যাকসিন নেওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়েন। করোণা পরিস্থিতিতে মাক্স পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি।

কিন্তু ভ্যাকসিন নিতে যাওয়া লোক জনদের মধ্যে একধরনের অসচেতনতা পরিস্থিতিকে জটিল করে তোলার আশঙ্কা দেখা দিয়েছে। সচেতন নাগরিকদের অনেকেই ভ্যাকসিন না নিয়ে বাড়ি ফিরেছেন। তারা এ ধরনের ও সচেতনতা মূলক কার্যকলাপ এর তীব্র সমালোচনা করেছেন।

অবিলম্বে ভ্যাকসিন দিতে আসা লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কঠোর মনোভাব গ্রহণ করতে স্বাস্থ্য দপ্তর এবং আরক্ষা প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এভাবে সামাজিক দূরত্বের আদ্যশ্রাদ্ধ ঘটিয়ে ভ্যাকসিন নিতে চেষ্টা করলে পরিণতি ভয়ংকর আকার ধারণ করতে পারে বলেও অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। সে কারণেই প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?