Road Repair : অবশেষে খোয়াই তেলিয়ামুড়া সড়কটি সংস্কারের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৯ জুন।। অবশেষে খোয়াই তেলিয়ামুড়া সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল রাস্তাটি। ফলে যাতায়াতে জটিল সমস্যার সম্মুখীন হতে হয়েছে যানচালক থেকে শুরু করে সাধারণ মানুষজনকে।

খোয়াই তেলিয়ামুড়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় ছিল। রাস্তায় চলাচলকারী ছোট বড় মাঝারি যাত্রীবাহী যানবাহন সহ পথচারীদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। নিত্যদিন এই সড়কপথে পথ দুর্ঘটনা লেগেই থাকতো ।

রাস্তারবেহাল দশার কারণে এসব দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটত। অবশেষে খোয়াই তেলিয়ামুড়া সড়ক সংস্কারের কাজে হাত লাগায় পূর্ত দপ্তর। এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয় এক মাস পূর্বে।বর্তমানেও রাস্তা সংস্কারের কাজ চলছে। কাজটি শুরু হয় খোয়াই থেকে।খোয়াই শুরু হওয়া রাস্তা সংস্কারের কাজ শেষ হবে তেলিয়ামুড়া করইলং এলাকায় এসে।

ভগ্নদশাগ্রস্ত রাস্তা সংস্কারের কাজ শেষ হলেই বিভিন্ন যানবাহন চালক এবং পথচারীরা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবে।রাস্তা সংস্কারের কাজ নিয়ে এক ব্যক্তি জানায়,পূর্বে এই রাস্তা খুবই করুণ দশায় ছিল। যা যাতায়াতের অনুপযুক্ত।

কিন্তু বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলতে থাকায় তারাও খুশি।  রাস্তা সংস্কারের কাজ গুণগত মানসম্পন্ন ভাবে হচ্ছে কিনা সেদিকে নজর দিতে হবে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারসহ সাধারণ মানুষজনকেও। তবেই এই কাজ কতটা গুণগতমানসম্পন্ন ভাবে হচ্ছে সেটা সময়ই বলবে।

রাস্তা সংস্কারের কাজ চলাকালে যাতায়াতে কিছুটা অসুবিধা হলেও মানুষ সব ধরনের সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকরা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?