স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৩০ জুন।। মুখ্যমন্ত্রী স্পেশাল রিলিফ প্যাকেজ প্রকল্পে দক্ষিণ ত্রিপুরা জেলায় ৭৬ হাজার ২২২টি পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়ার কাজ চলছে। তাছাড়া জেলায় ৭৪ হাজার ৮০২টি পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেলার ২৩৩টি ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে সুবিধাভোগী পরিবারদের মধ্যে ফুড প্যাকেট বিতরণ করা হচ্ছে।
জেলায় আগামী ২ জুলাই পর্যন্ত মিশন মুডে এই কর্মসূচির কাজ সম্পন্ন করা হবে৷ সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানিয়েছেন, জেলায় ৩ লক্ষ ১৮ হাজার ৯৮০ জনকে কোভিড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
তারমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ২৫৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৫ হাজার ৫৭২ জন। তিনি জানান, ইতিমধ্যেই জেলার ২১টি গ্রাম পঞ্চায়েতে ১০০ শতাংশ কোভিড টিকাকরণ হয়েছে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ নম:, অতিরিক্ত জেলাশাসক সুরেশ চন্দ্র দাস এবং অতিরিক্ত জেলাশাসক শংকর দেবনাথ।