Memorandum : বিশালগড় এসডিএম-কে বামপন্থী গণ সংগঠনের ডেপুটেশন ও দাবী সনদ

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৯ জুন।।বিশালগড় মহকুমাশাসকের নিকট বামপন্থী গণ সংগঠনের পক্ষ থেকে ৯ দফা দাবি সনদ প্রদান করা হয়েছে। অবিলম্বে দাবি পূরণের জন্য জোরালো দাবি জানানো হয়েছে।

বিশালগড়ে বর্তমান কোভিড পরিস্থিতির কথা চিন্তা করে এবং হত দরিদ্র জনগণের কথা মাথায় রেখে বিশালগড় বামপন্থী গণ সংগঠনের পক্ষ থেকে আজ ৯ দফা দাবি সনদ প্রদান করা হয় বিশালগড় মহকুমা শাসকের নিকট।

দাবি সনদ প্রদানকালে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা সিপিআইএম বিধায়ক নারায়ণ চৌধুরী, বিশালগড় পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান পার্থ প্রতিম মজুমদার , উপজাতি স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন সদস্য মায়ারানি দেববর্মা, সিট্যু নেতা বাবুল রায়, যুব সংগঠনের নেতা প্রসেনজিৎ ভট্টাচার্য, ছাত্রনেতা দেবাশীষ রায়, সহ অন্যান্যরা।

দাবি সনদ তুলে দিয়ে বর্তমানে কোভিড পরিস্থিতিতে আয়কর দাতা নন এমন পরিবার সমূহকে আগামী ছয় মাস পর্যন্ত মাসিক ৭৫০০ টাকা প্রদান , সমস্ত গরিব পরিবারে মাথাপিছু ১০ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে প্রদান, রেগা প্রকল্পে ২০০দিনের কাজ ও ৬০০ টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করতে দাবি জানানো হয়।

বর্ষাকালীন সময়ে জরুরী ভিত্তিতে মনুষ্য চলাচলের অযোগ্য রাস্তাগুলো সংস্কার, শ্রম দিবসের কাজের শেষে মজুরি প্রদানের বিলম্ব না করা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সরকারি উদ্যোগে সাহায্য প্রদান প্রভৃতি দাবি জানানো হয় ।

৯ দাবি দাবি সনদ আজ বামপন্থী গণসংগঠন তুলে দিয়েছে মহকুমা শাসকের নিকট। দাবি পূরণ না হলে তারা আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?