Germany vs England : ১৯৬৬ বিশ্বকাপের পর আর বড় কোনো পর্বে জার্মানদের হারাতে পারেনি ইংল্যান্ড

অনলাইন ডেস্ক, ৩০ জুন।। সেই ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের জয়। এরপর আর ফুটবলের বড় কোনো আসরের নকআউট পর্বে জার্মানদের হারাতে পারেনি ইংল্যান্ড। অবশেষ চলতি ইউরো কাপে সেই দুঃখ ভুলল গ্যারেথ সাউথগেটের দল।

রহিম স্টার্লিং ও হ্যারি কেইনের গোলে জার্মানিকে হারিয়ে টুর্নামেন্টের শেষ আটে পা রাখল ইংল্যান্ড।
মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-০ গোলের জয় তুলে নেয় ইংল্যান্ড।

প্রথমার্ধে কোনো দল গোল পায়নি। তবে ৭৫ মিনিটে দেখার মতো এক গোল করেন স্টার্লিং। ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। আসরে স্টার্লিংয়ের যা তৃতীয় গোল। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও চেক রিপাবলিকের বিপক্ষে একটি করে গোল করেছিলেন তিনি।

৮৬ মিনিটে গ্রেলিশের পাস থেকে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। সেই সঙ্গে ভাগ্য নির্ধারণ হয়ে যায় ম্যাচের। ইউরো ও বিশ্বকাপ মিলে ৭ গোল করে ওয়েন রুনিকে স্পর্শ করলেন কেইন।

লিনেকার ১০টি ও শিয়েরার ৯টি গোল করেছেন মেজর ‍টুর্নামেন্টে। ইংল্যান্ড জয়ের জন্য কৃতিত্ব দিতে পারে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকেও। দুই অর্ধেই যিনি দারুণ কিছু সেভ করেছেন।

ইংলিশ কোচ সাউথগেটেরও একটা ব্যক্তিগত দুঃখে নিশ্চয়ই প্রলেপ দেবে এই জয়। ১৯৯৬ সালে ইউরোর মঞ্চে নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও জার্মানি। সে বার পেনাল্টি শুট আউটে হার স্বীকার করতে হয় ইংল্যান্ডকে। নিজের শট মিস করেছিলেন সাউথগেট। এদিন কোচ হিসেবে ২৫ বছর আগের সেই দিনের প্রতিশোধ নিলেন তিনি।

অন্যদিকে ইউরোয় জার্মানির বিদায়ের মধ্য দিয়ে দলটির সঙ্গে দীর্ঘ ১৫ বছরের পথচলা শেষ হলো বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লোর। আগেই তিনি নিশ্চিত করেছিলেন, আসর শেষে দায়িত্ব ছাড়বেন। এখন হান্স ফ্লিকের কোচিংয়ে নতুন যাত্রা শুরু করবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?