অনলাইন ডেস্ক, ৩০ জুন।। নির্ধারিত সময়ে সমতায় শেষ হওয়া ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়াল। যেখানেও একই ফলের আভাস মিলছিল। দর্শকেরা প্রস্তুতি নিচ্ছিলেন টাইব্রেকারের লড়াই দেখার। কিন্তু অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে গোল করে বসলেন আর্টেম ডোভবিক। যে গোলে সুইডেনের বিপক্ষে নাটকীয় জয় পেল ইউক্রেন। পৌঁছে গেলে ইউরো কাপের শেষ আটে।
মঙ্গলবার গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় পায় ইউক্রেন। ওলেকজান্ডার জিনচেঙ্কোর গোলে শুরুতে এগিয়ে যায় দলটি। তবে প্রথমার্ধের খেলা শেষের আগেই সুইডেনকে ম্যাচে সমতা এনে দেন এমিল ফর্সবার্গ।
অতিরিক্ত সময়ে বড় ধাক্কা খায় সুইডেন। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কাস ড্যানিয়েলসন। ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত যাদের হেরে যেতে হয় ম্যাচে।
শেষ আটে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ইউক্রেন। একই দিন ইংলিশরা জার্মানিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে।