অনলাইন ডেস্ক, ৩০ জুন।। শেষ ষোলোর লড়াই শেষ। এবার অপেক্ষা কোয়ার্টার ফাইনালের। শেষ ষোলোর শেষ রাতে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে ইংল্যান্ড। সেই সঙ্গে ইউরোতে ৫৫ বছরের অপেক্ষার অবসান হয়েছে ইংলিশদের।
আরেক ম্যাচে সুইডেনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে ইংল্যান্ডের সঙ্গে একই পথে সামিল হয়েছে ইউক্রেন। সেই সঙ্গে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। ইংল্যান্ড-ইউক্রেনের আগে টিকিট কেটে রেখেছিল ইতালি, ডেনমার্ক, বেলজিয়াম, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্পেন।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুক্রবার (০২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। একই দিনে বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বেলজিয়াম মাঠে নামবে ইতালির বিপক্ষে।
শনিবার (০৩ জুলাই) তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ডেনমার্ক। একই দিনে রোমের স্তাদিও অলিম্পিকোয় চতুর্থ কোয়ার্টার ফাইনালে রাত ১টায় ইংল্যান্ডের প্রতিপক্ষ ইউক্রেন।