অনলাইন ডেস্ক, ৩০ জুন।। শেষ ষোলোয় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়ায় চাকরি ছেড়েছেন ডাচদের প্রধান কোচ ফ্রাঙ্ক ডি বোর।
রোনাল্ড কোম্যান বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে ডাচদের দায়িত্ব নিয়েছিলেন ৫১ বছর বয়সী কোচ। ইউরোতে ‘সি’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতে জিতে শীর্ষে থেকে শেষ ষোলোয় জায়গা করে নেয় ডাচরা।
কিন্তু ডি বোরের শিষ্যরা গত রবিবার ২-০ গোলে চেকদের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।এক বিবৃতিতে কোচ ও দলের পক্ষ থেকে বলা হয়, তাৎক্ষণিক প্রভাবে উভয় পক্ষ বিচ্ছিন্ন হয়েছে।
ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) জানায়, ফ্রাঙ্ক ডি বোর ঘোষণা দিয়েছেন তিনি আর দলের সঙ্গে থাকতে চান না।
কোচিং ক্যারিয়ারে আরেকবার ব্যর্থতার দায় নিয়ে চাকরি ছাড়লেন ডি বোর। এর আগে মাত্র ৭৭ দিনের মাথায় ক্রিস্টাল প্যালেসের এবং ৮৫ দিনে ১৫ ম্যাচের মাথায় ইন্টার মিলানের চাকরি ছেড়েছিলেন তিনি।