Deputation : রাজনৈতিক অধিকার রক্ষার দাবীতে পুলিশের মহানির্দেশক এর কাছে ডেপুটেশন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি চার দফা দাবিকে রাজ্য পুলিশের মহানির্দেশক এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে। রাজ্যে হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে এবং বিরোধী দলের রাজনৈতিক অধিকার রক্ষার দাবিতে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশক এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি।

তপশিলি জাতি সমন্বয় সমিতির বর্ষীয়ান নেতা প্রাক্তন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি দিলীপ দাস এর নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশক এর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন।

ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমন্বয় সমিতির বর্ষীয়ান নেতা দিলীপ দাস বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। বিরোধীদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে।

গত রবিবার চার দফা দাবিতে রাজনগরে সভা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তফসিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুধন দাস। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীও আক্রান্তের শিকার হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?