অনলাইন ডেস্ক, ৩০ জুন।। ঘটনাটা গত এপ্রিলের।তাইওয়ানে জুডো অনুশীলনের সময় মেঝেতে ২৭ বার সাত বছরের এক শিশুকে ছুড়ে ফেলা হয়েছিল। অনুশীলনের সময় সহপাঠী ও কোচের এমন নির্মম নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল শিশুটি। ঘটনাটা গত এপ্রিলের।
তাইওয়ানে জুডো অনুশীলনের সময় মেঝেতে ২৭ বার সাত বছরের এক শিশুকে ছুড়ে ফেলা হয়েছিল। অনুশীলনের সময় সহপাঠী ও কোচের এমন নির্মম নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল শিশুটি।
তার আগে ৭০ দিন শিশুটিকে বাঁচানোর জন্য হাসপাতালে লড়াই করেছে তার বাবা-মা। কিন্তু মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণে ভোগা শিশুটি মৃত্যুর বিপক্ষে জুড়ো লড়াইয়ে পেরে উঠল না। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
শিশুটির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। জুডো ক্লাসে ২৭ বার ছুড়ে ফেলায় কোমায় চলে যাওয়ার পর তাকে লাইফ-সাপোর্টে রাখা হয়েছিল।
তাইপে টাইমস জানিয়েছে, শিশুটির ওপর শারীরিক নির্যাতনে মারাত্মকভাবে আহত এবং অপ্রাপ্তবয়স্ক একজনকে দিয়ে অপরাধ করানোর জন্য অভিযুক্ত করা হয়েছে তার ৬০ বছর বয়সী কোচকে।
কোচটির ডাকনাম ‘হো’। এই মাসের শুরুর দিকে এক লাখ তাইওয়ান ডলারে (৩৫৮৩ ডলার বা ২৫৮৭ পাউন্ড) জামিন পান তিনি।