স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ২৯ জুন।। রেগার কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে চুরাইবাড়ি পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করলো কংগ্রেস দল৷ রেগার কাজে লাগামহীন দুর্নীতিসহ এফএফসি সহ বিভিন্ন কাজের তথ্য প্রমাণ চেয়ে চার দফার বিশেষ দাবি প্রদান করা হয়৷
রেগার কাজে শ্রমিকের পরিবর্তে ডজার লাগিয়ে সম্পূর্ণ কাজ করা হয়েছে বলে চরম অভিযোগ করে কংগ্রেস দল৷ গত মাস খানেক পূর্বে চুরাইবাড়ি পঞ্চায়েতের ১নং ওয়ার্ডে টিলা কাটার কাজ চৌদ্দো জন শ্রমিক নিয়ে করানো হয়৷
পরবর্তীতে দেখা গেছে ওই কাজে প্রায় ষাটজন শ্রমিকের অ্যাকাউন্টে কাজ না করেও মজুরি দেওয়া হয়েছে৷ এতে ক্ষোভ দেখা দেয় শ্রমিকদের মধ্যে৷
পরবর্তীতে ওই টাকা অবশ্য তাদের মিটিয়ে দিলেও নয়ছয়ের অভিযোগ তুলে কংগ্রেস৷ তারা বিভিন্ন কাজের তথ্য চেয়েছেন সেগুলি কিছুদিনের মধ্যে প্রদান না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে তারা৷
আজকের এই ডেপুটেশনে নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা গিয়াস উদ্দিন চৌধুরী ও আরিফ মোহাম্মদ আলম প্রমুখরা৷