স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ৩০ জুন।।প্রতিবন্ধকতার বেড়াজাল ছিঁড়ে ফেলে প্রতিবেশীদের আত্মীয়তার বন্ধনে কি করে হৃদয় মাঝে আগলে রাখা যায়, বারেবারে তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের গর্বের ত্রিপুরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ইতিবাচক দৃষ্টিভঙ্গির ফলে, রাজ্যে বসবাসরত রিয়াং ব্রু ভাই বোনেরা তৎকালীন শাসকের অনীহায়, জীবনের ২৩ টি বছরের অনিশ্চিত জীবনে ইতি টেনে, এক উজ্জ্বল নিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেন। সাংসদ প্রতিমা ভৌমিক এই কথাগুলি বলেছেন সোশ্যাল মিডিয়ায়।
তিনি আরও বলেছেন, “উদ্বাস্তু” তকমা চিরতরে মুছে ফেলে ত্রিপুরায় স্থায়ী বসবাসের বন্দোবস্ত হয়েছে প্রধানমন্ত্রীর মার্গদর্শণে। চেয়ারম্যান হিসেবে উত্তর ত্রিপুরায় তাদের স্থায়ী ঠিকানার স্থানান্তরের গোটা প্রক্রিয়া সম্পর্কে সরজমিনে আজ খোঁজ নিলেন সাংসদ প্রতিমা ভৌমিক।
১৬ জানুয়ারি, ২০২০ স্বাক্ষরিত মৌ অনুসারে নতুন ভাবে এক সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে দুই বছর পাঁচ হাজার করে আর্থিক সহায়তা, বিনামূল্যে রেশনের ব্যবস্থা, চার লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, দেড় লক্ষ টাকার আর্থিক সহায়তার পাশাপশি জল, বিদ্যুৎ, উন্নত সড়ক সহ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দৌলতে অনিশ্চয়তা কাটিয়ে এক নিশ্চিত ভবিষ্যতের দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সাংসদ আরও বলেন, শীঘ্রই সম্পূর্ণ পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে। দীর্ঘ প্রতীক্ষিত এই সমস্যার স্থায়ী সমাধান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান সাংসদ প্রতিমা ভৌমিক।