স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ২৯ জুন।। এডিসির হেডকোয়ার্টার খুমুলুঙ থেকে তেলিয়ামুড়া যাওয়ার পথে বড়মুড়া পাহাড়ে জাতীশ সড়কে দুর্ঘটনাগ্রস্ত এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলইএর এস্কর্ট গাড়ি৷
জানা গেছে, কমল কলই যখন তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওনা হন তখন বড়মুড়া পাহাড়ে উঠতেই কমল কলই এর নিরাপত্তার দায়িত্বে থাকা টিএসআর বাহিনীর গাড়িটি ব্রেক ফেল করে খাদে পড়ে যায়৷ গাড়িতে থাকা পাঁচ জন নিরাপত্তা কর্মী আহত হন৷
সঙ্গে সঙ্গে গাড়ি থেকে কার্যনির্বাহী সদস্য কমল কলই অ্যাম্বুলেন্সকে খবর দেন৷
এম্বুলেন্সে আহত টিএসআর জওয়ানদের হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের উদ্ধারের কাজে কার্যনির্বাহী সদস্য নিজে এগিয়ে আসেন৷ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন তিনি৷
মেডিকেল অফিসারের সঙ্গেও কথা বলেন৷ টিটিএডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলই এর সঙ্গে কথা বললে জানান তিনি সুস্থ আছেন৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন৷