Break Fail : এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলই এর এস্কর্ট জিপসীর ব্রেক ফেল, ঘায়েল পাঁচ

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ২৯ জুন।। এডিসির হেডকোয়ার্টার খুমুলুঙ থেকে তেলিয়ামুড়া যাওয়ার পথে বড়মুড়া পাহাড়ে জাতীশ সড়কে দুর্ঘটনাগ্রস্ত এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলইএর এস্কর্ট গাড়ি৷

জানা গেছে, কমল কলই যখন তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওনা হন তখন বড়মুড়া পাহাড়ে উঠতেই কমল কলই এর নিরাপত্তার দায়িত্বে থাকা টিএসআর বাহিনীর গাড়িটি ব্রেক ফেল করে খাদে পড়ে যায়৷ গাড়িতে থাকা পাঁচ জন নিরাপত্তা কর্মী আহত হন৷

সঙ্গে সঙ্গে গাড়ি থেকে কার্যনির্বাহী সদস্য কমল কলই অ্যাম্বুলেন্সকে খবর দেন৷

এম্বুলেন্সে আহত টিএসআর জওয়ানদের হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের উদ্ধারের কাজে কার্যনির্বাহী সদস্য নিজে এগিয়ে আসেন৷ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন তিনি৷

মেডিকেল অফিসারের সঙ্গেও কথা বলেন৷ টিটিএডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলই এর সঙ্গে কথা বললে জানান তিনি সুস্থ আছেন৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?