স্টাফ রিপোর্টার, কদমতলা, ২৯ জুন।। কদমতলা থানার লকআপ থেকে ফারুক আহমেদ নামে নেশা কারবারি পলাতক। শৌচালয়ের ভেন্টিলেটর দিয়ে আসামি পালিয়ে গেছে বলে পুলিশ দাবি করেছে। ঘটনার নেপথ্যে রহস্যের ইঙ্গিত। কদমতলা থানার লকআপ থেকে এক নেশাকারবারি শৌচালয়ের ভেন্টিলেটার ভেঙ্গে পালিয়ে গেছে।
শনিবার রাতে ড্রাগস সহ দুই নেশা পাচারকারী যুবককে আটক করেছিল কদমতলা থানার পুলিশ। দুদিন থানার লকাআপে থাকার পর মঙ্গলবার সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে নেশা কারবারি ফারুক আহমেদ (১৮) শৌচালয়ের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক কদমতলা থানায় ছুটে আসেন। চারিদিকে খুজাখুজি করলেও এখনো তার টিকির নাগাল পায় নি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাকে আটক করার জন্য পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।
থানার লকআপ থেকে নেশা কারবারি পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা নিয়ে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে।