অনলাইন ডেস্ক, ২৯ জুন।। উইম্বলডনে শুরুর দিনই জোড়া অঘটন। প্রথম রাউন্ডেই হেরে গেলেন পুরুষদের সিঙ্গলসে ফরাসি ওপেনে রানারআপ স্টেফানোস সিৎসিপাস এবং মহিলাদের সিঙ্গলসে দুই বারের চ্যাম্পিয়ন পেত্রা কিভিতোভা। দুজনেই হেরেছেন স্ট্রেট সেটে। তবে শুভ সূচনা করেছেন নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে।
সোমবার সেন্টার কোর্টে সিৎসিপাসকে হারিয়ে দেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফো। ম্যাচের ফল টিয়াফোর পক্ষে ৬-৪, ৬-৪, ৬-৩। নোভাক জোকোভিচের বিপক্ষে ফরাসি ওপেনের ফাইনালে হারলেও অনেকেই সিৎসিপাসের লড়াইয়ের প্রশংসা করেন।
তবে উইম্বলডনের প্রথম ম্যাচেই হারতে হল গ্রিক টেনিস তারকাকে। তবে উইম্বলডনে আগের বারও প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল সিৎসিপাসকে। সেবার তিনি ছিলেন সপ্তম বাছাই।
এদিকে প্রথম রাউন্ডেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন নোভাক জকোভিচ। প্রথম সেট জিতে চমক জাগান ব্রিটিশ টিনএজার জ্যাক ড্র্যাপার। পরে অবশ্য আর পাত্তা পাননি তিনি।
ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা। ম্যাচটি ৪-৬, ৬-১, ৬-২, ৬-২ গেমে জিতেন প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। এদিকে মারে চার সেটের নাটকীয় এক ম্যাচে জিতেছেন নিকোলোজ বাসিলাসভিলির বিপক্ষে।