স্টাফ রিপোর্টার, কমলপুর, ২৯ জুন।। করোনা অতিমারী পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী স্পেশাল কোভিড রিলিফ প্যাকেজ প্রকল্পে সারা রাজ্যের সাথে কমলপুর মহকুমাতেও জনগণকে সহায়তা দেওয়া হচ্ছে।
আজ কমলপুর মহকুমার মহকুমা শাসক সুশান্ত কুমার সরকার সাংবাদিকদের জানান, এই প্রকল্পে অন্ত্যোদয় অগ্রাধিকারভুক্ত এবং বিশেষ যোগ্য পরিবারগুলিকে সরকারিভাবে রেশন সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে।
সমগ্র মহকুমায় ২৬, ১৪৮ পরিবারকে সহায়তা দেওয়া হবে। প্রথম পর্যায়ে নগর পঞ্চায়েত এলাকার ৫,০৯৫ পরিবারে এই প্রকল্পে সহায়তা দেওয়া হয়েছে।
মহকুমা শাসক সাংবাদিকদের আরও জানান, কমলপুর নগর এলেকায় এই প্রকল্প ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে | মহকুমার ( ৬০টি নায্যামূল্যের দোকানের মাধ্যমে অবশিষ্ট পরিবারগুলির কাছে এই প্রকল্পের সুবিধা পৌছে দেওয়া হচ্ছে।
মহকুমা শাসক জানান, এই প্রকল্পে খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ২ কেজি মসুর ডাল, ১ লিটার সরিষার তেল, ৫০০ গ্রাম সয়াবিন, ২৫০ গ্রাম হলুদ, ১০০ গ্রাম জিরা দেওয়া হয়েছে।
এছাড়া প্রতিটি পরিবারকে ৩ কেজি আলু এবং ২ কেজি পেঁয়াজের দাম এবং ১,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়েছে।