অনলাইন ডেস্ক, ২৯ জুন।। গোলরক্ষকের ভুলে শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া স্পেনের। তাতে অবশ্য আত্মবিশ্বাস টলে যায়নি দলটির। তাই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল।
কিন্তু ক্রোয়েশিয়া কি আর ছেড়ে দেওয়ার পাত্র! নির্ধারিত সময়ের খেলায় যখন জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় স্পেন, তখনই ম্যাচে সমতা টানে বিশ্বকাপের বর্তমান রানার্সআপরা। অতিরিক্ত সময়ে গড়ানো খেলায় অবশ্য জয় হলো স্পেনেরই।
সোমবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে রোমাঞ্চ ছড়ানো ম্যাচটায় সব মিলে হলো ৮ গোল। স্পেন জিতল ৫-৩ ব্যবধানে। যে জয়ের সুবাদে কোয়ার্টারে পা দিল লুইস এনরিকের দল। অন্যদিকে শেষ ষোলোতেই থেমে গেল ক্রোয়েশিয়ার ইউরো মিশন।
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া স্পেন এক পর্যায়ে ৩-১ এ লিড নেয় এদিন। শেষ দিকে মাত্র সাত মিনিটের ব্যবধানে দুই গোল শোধ দিয়ে ম্যাচটা অতিরিক্ত সময়ে নিয়ে যায় ক্রোয়েশিয়া। কিন্তু সেখানে জোড়া গোল আদায় করে জয় তুলে নেয় স্পেন।
রোমাঞ্চের শুরু স্পেন গোলরক্ষক উনাই সিমোনের চরম এক ভুলে। সতীর্থের ব্যাকপাস থেকে যিনি বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। বল ঢুকে যায় জালে। ম্যাচের ২০তম মিনিটে ঘটে ওই ঘটনা।
৩৮ মিনিটে পাবলো সারাবিয়া গোল করে স্পেনকে ম্যাচে ফেরান। বিরতির পর ৫৭তম মিনিটে সিজার আজপিলিকুয়েতা ও ৭৬তম মিনিটে ফেরান তোরেস গোল করলে ৩-১ এ এগিয়ে যায় স্পেন।
তখন মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য এক রকম নির্ধারন হয়ে গেছে। কিন্তু নাটকের যে তখনো বাকি অনেকটুকু। বদলি নেমে ৮৫ মিনিটে ক্রোয়েশিয়ার পক্ষে ব্যবধান কমান মিসলাভ ওরসিচ। আর যোগ করা সময়ে ৩-৩ সমতা টানেন মারিও পাসালিক।
অতিরিক্ত সময়ে আবার স্পেন দ্রুত দুই গোল আদায় করে প্রতিপক্ষকে আর দাঁড়াতে দেয়নি। গোল দুটি করেন- আলভালো মোরাতা এবং মিকেল ওয়ারজাবাল।
ইউরোর তিন বারের চ্যাম্পিয়ন স্পেনের এবারের টুর্নামেন্টে শুরুটা ভালো ছিল না। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর পোল্যান্ডের সঙ্গেও ১-১ গোলে ড্র করে তারা। তাতে তাদের শেষ ষোলো নিয়ে শঙ্কাই জেগেছিল।
কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে ছন্দ খুঁজে পায় ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। স্লোভাকিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ে পা রাখে শেষ ষোলোয়। এবার সেখানেও তারা প্রমাণ দিল, কেন শিরোপার অন্যতম দাবিদার তারা।
অন্যদিকে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া এবার সেভাবে পারফর্ম করতে পারেনি। লুকা মদ্রিচরা নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ০-১ গোলে হারে। দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গে ১-১ গোলে ড্র। তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় ৩-১ গোলে।
সেই ম্যাচে যদিও ক্রোয়েশিয়ার হারানো ছন্দটা খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু ইউরোয় তাদের এবারের যাত্রাটা আর লম্বা হলো না স্পেনের দুরন্ত ফুটবলের সঙ্গে পেরে না ওঠায়। কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচে জয়ী দল।