Oxizen Concentrator : খোয়াই জেলা হাসপাতালে দেওয়া হল ১০টি অক্সিজেন কনসেনট্রেটর

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৯ জুন।। খোয়াই জেলা হাসপাতালে ১০টি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে। আজ বিকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে খোয়াই জেলা হাসপাতালে এই ১০টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।

জেলা হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত জেলা হাসপাতাল সুপার ডা. ধনঞ্জয় রিয়াং এর হাতে ১০টি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত বলেন, ভাগরী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কনসেনট্রেটরগুলি দেওয়া হয়েছে। তিনি বলেন, এই মেশিনগুলি অক্সিজেনের ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, মহকুমা শাসক অসিত কুমার দাস প্রমুখ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?