স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৯ জুন।। ঊনকোটি জেলায় আজ এক সুপারভাইজারি টিম বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। এই টিমটি ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং হেলথ এন্ড ওয়েলনেস সেনটার, আর জি এম মহকুমা হাসপাতালের ডিস্ট্রক্ট টিবি সেন্টার পরিদর্শন করে।
এই টিমটি সারা রাজ্যে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সংক্রামক ও অসংক্রামক রোগের প্রকোপ থেকে বাঁচতে এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ-র বিষয়ে আলোচনা করে পরিদর্শনকারী টিমটি। সারা রাজ্যে হাইপারটেনশন, ডায়াবেটিস, টিবি রোগ সহ বিভিন্ন রোগ সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা করে।
টিমের আধিকারিকরা সংশ্লিষ্ট এম ও আই সি, ডিস্ট্রক্ট টিবি অফিসারের সঙ্গে আলোচনা করেন পাশাপাশি সি-ব্যাক ফর্ম ও প্রত্যেক মাসে টিবি মুক্ত ভারত ক্যামপেইন জন-আন্দোলন কর্মসূচী নিয়ে আলোচনা করেন।
টিমের আধিকারিকরা পরিদর্শন শেষে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত করেন।
জেলার আধিকারিকদের সঙ্গে টিবি রোগের ব্যাপারে প্রচারের বিষয়টি পরিদর্শনকালে বিস্তারিত আলোচনা করে এই পরিদর্শনকারী টিমটি।
টিমে ছিলেন ডাঃ সুপ্রীয় মল্লিক এবং এন টি ই পি-র সেটট আই ই সি অফিসার শ্রী সৈকত দে। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।