Hollywood : নবম কিস্তিতে এসে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ভীষণ ঝড় তুলেছে ‘এফনাইন’

অনলাইন ডেস্ক, ২৯ জুন।। নবম কিস্তিতে এসে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ভীষণ ঝড় তুলেছে ‘এফনাইন’। করোনাকে রীতিমতো হারিয়ে দিয়েছে অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিটি। এবার সিরিজের পর্দা নামার পালা।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সর্বশেষ পর্বের মিড-ক্রেডিটে হাজির হন মূল অভিনেতা ও প্রযোজক ভিন ডিজেল, পরিচালক জাস্টিন লিন ও অভিনেতা সাং কাং। সেখানে জমকালো সমাপ্তির আভাস দেন তারা।

সম্প্রতি রিগ্যাল সিনেমাসকে দেওয়া সাক্ষাৎকারে ভিন ডিজেল জানান, ‘ফাস্ট টেন’ ছবিটি নির্মিত হবে দুটি পর্বে। যার শুটিং শুরু হবে জানুয়ারিতে।

এত দিনের ধারাবাহিকতা অনুসারে ১০ ও ১১তম কিস্তি হওয়ার কথা থাকলেও একটু ভিন্নভাবে ইতি টানতে যাচ্ছেন তারা।

অবশ্য একই ছবির দুই ভাগ হলিউডে একদম অচেনা নয়। কয়েক বছরের মধ্যে ঝড় তোলা এমন দুটি ছবি হলো ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। অবশ্য এ ধরনের ঘোষণা থাকা সত্ত্বেও ব্যবসায়িক ব্যর্থতার কারণে শেষ হয়নি ‘ডাইভারজেন্ট’ সিরিজ।

আবার দশম কিস্তিতে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শেষ নাও হতে পারে। নির্মিত হতে পারে ‘হবস অ্যান্ড শ’র মতো একাধিক স্পিনঅফ।

২০০১ সালে মুক্তি পায় পরবর্তীতে ‘দ্য ফাস্ট সাগা’ নামে পরিচিত এ সিরিজের প্রথম ছবি। এ পর্যন্ত সবকটি কিস্তি মিলিয়ে আয় করেছে ৬০০ কোটি ডলারের বেশি। আর করোনার দাপটের মাঝেও সর্বশেষ ‘এফনাইন’-এর আয় ৪০ কোটি ডলারের বেশি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?