GST : কোভিড- ১৯ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সামগ্রীর উপর কর হ্রাস পণ্য ও পরিষেবা কর পরিষদের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।। পণ্য ও পরিষেবা কর পরিষদের বিগত সভায় কোভিড- ১৯ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সামগ্রীর উপর কর হ্রাস করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ জুন পরিষদের ৪৪ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নূতন কর হার আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

কর হ্রাসের সিদ্ধান্ত অনুসারে ঔষধের মধ্যে টোসিলিজুমাব ও এমফোটেরিসিন বি জাতীয় ঔষধে এখন থেকে কোন ধরণের কর প্রযোজ্য হবে না। এই দু’টি ঔষধের ক্ষেত্রে পূর্বতন কর ছিল ৫ শতাংশ।

অ্যান্টি-কোয়াগুলেন্টস যেমন হেপারিন ও রেমডেসিভির জাতীয় ঔষধে কর ১২ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ করা হয়েছে। কোভিড চিকিৎসার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ফার্মা দপ্তর অনুমোদিত অন্য কোনও ঔষধের ক্ষেত্রে যে কর ধার্য ছিল তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

অক্সিজেন, অক্সিজেন উৎপাদনের সরঞ্জাম ও চিকিৎসা সম্পর্কিত যন্ত্রাদির মধ্যে মেডিক্যাল গ্রেড অক্সিজেন, অক্সিজেন কন্সেনট্রেটর/জেনারেটর, ব্যক্তিগতভাবে আমদানি করা যন্ত্রাদি, ভেন্টিলেটরস, ভেন্টিলেটর মাস্ক/ ক্যানুলা / হেলমেট, হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, বিআইপিএপি যন্ত্রাদির ক্ষেত্রে কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

কোভিড টেস্টিং কিট, স্পেসিফাইড ইনফ্ল্যামেটরি ডায়াগোনস্টিক কিট, যেমন ডি-ডিমার, আই এল-৬, ফেরিটিন এবং এলডিএইচ-এর ক্ষেত্রেও কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

কোভিড-১৯ সংক্রান্ত অন্যান্য রিলিফ সামগ্রী যেমন পালস অক্সিমিটার সহ ব্যক্তিগতভাবে আমদানি কৃত সামগ্রীর কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

তাছাড়া হ্যান্ড স্যানিটাইজার, তাপমাত্রা পরীক্ষার সরঞ্জাম, শ্মশানের জন্য গ্যাস/ বৈদ্যুতিক/ অন্যান্য চুল্লী স্থাপনের ক্ষেত্রে কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। চিফ কমিশনার অব স্টেট ট্যাক্স ড. বিশাল কুমার এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?