অনলাইন ডেস্ক, ২৯ জুন।। ইউরো কাপের নকআউট রোমাঞ্চ শুরু হতেই একে একে যেন খসে পড়ছে ধ্রুবতারারা। ক্রিস্তিয়ানো রোনালদোর পর এক রাতেই লুকা মদ্রিচ, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, পল পগবাদের ইউরো অভিযান শেষ।
পর্তুগাল না হয় অনেকটাই রোনালদো নির্ভর, ক্রোয়েশিয়াও তেমনই মদ্রিচের ওপর নির্ভরশীল। কিন্তু ফ্রান্স? একঝাঁক তারায় গড়া দলটা কিনা শেষ ষোলোতেই থেমে গেল সুইজারল্যান্ডের কাছে হেরে। রোমাঞ্চকর এক ম্যাচে টাইব্রেকারে নির্ধারণ হলো ফল। যেখানে দুই দল মিলে একমাত্র কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস!
যে মঞ্চে রাজা হওয়ার কথা ছিল পিএসজি তারকার, সেই মঞ্চে কি-না মাথা নিচু করে বিদায় সময়ের অন্যতম সেরা তারকার।
সোমবার রুমানিয়ার বুখোরেস্টে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ সমতায় শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দল গোল না পেলে টাইব্রেকারে গড়ায় খেলা। যেখানে ৫-৪ গোলে জয় সুইজারল্যান্ডের। বিশ্বকাপ ও ইউরো মিলে ২০১০ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
এমবাপ্পের পেনাল্টি মিসে ম্যাচের ভাগ্য নির্ধারণ হলেও তার পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক হুগো লরিস। বলেছেন, ‘আমরা এক সঙ্গে জিতেছি, হেরেছিও একসঙ্গে। ’ ম্যাচে জয়ের জন্য সুইজারল্যান্ডকে কৃতিত্ব দিয়ে বলেছেন, ‘তারা দুর্দান্ত খেলেছে। ’
এদিকে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে টুইট বার্তায় এমবাপ্পের উদ্দেশ্যে বলেছেন, মাথা উঁচু রাখো, কিলিয়ান! নতুন যাত্রার প্রথম দিন তো আগামীকাল। ‘