অনলাইন ডেস্ক, ২৯ জুন।। চোট যেন পিছু ছাড়ছে না ওসমানে দেম্বেলের। ক্যারিয়ারের অধিকাংশ সময় চোটে পড়ে মাঠের বাইরে কাটাতে হয়েছে ফ্রান্সের এই বার্সেলোনা ফরোয়ার্ডকে।
চলতি ইউরো চ্যাম্পিয়নশিপে এসে ফের চোটে পড়েছেন দেম্বেলে। চার মাসের জন্য সাইডলাইনে বসে কাটাতে হবে ২৪ বছর বয়সী তারকাকে।
সোমবার ফিনল্যান্ডের ডাক্তার লাসে লেম্পেইনের অধীনে অস্ত্রোপচার হয়েছে দেম্বেলের হাঁটুতে।
যার ফলে ফরাসি ফরোয়ার্ড বার্সার প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে পারবেন না। অক্টোবরের শেষ পর্যন্ত ক্যাম্প ন্যুর কোচ রোনাল্ড কোম্যানের নিয়ন্ত্রণে থাকবেন না তিনি। তবে তার চোটের বিষয়টি পর্যবেক্ষণ করবে বার্সার মেডিকেল দল।
ইউরোতে ফ্রান্সের গ্রুপ পর্বের দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন দেম্বেলে। বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান তিনি।
২০২০-২১ মৌসুমে কোচ কোম্যানের অধীনে ৪৪ ম্যাচে খেলে ১১ গোল করেছেন দেম্বেলে। ২০২২ সালের জুন পর্যন্ত কাতালান জায়ান্টদের সঙ্গে চুক্তি আছে তার।
তবে বার্সা ইতিমধ্যে তাদের আক্রমণভাগে সার্জিও আগুয়েরোকে নিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি থেকে।
কোম্যান নিয়ে আসতে যাচ্ছেন তার স্বদেশি ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাইকেও। যার ফলে বার্সায় অনিশ্চিত হতে বসেছে দেম্বেলের ভবিষ্যত।