অনলাইন ডেস্ক, ২৮ জুন।। বয়স যত ইচ্ছা মত বাড়ুক না কেন, যৌবন এবং সৌন্দর্য একই জায়গায় আটকে রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। দীর্ঘদিন তিনি আরো বেশি সৌন্দর্যের অধিকারীনি হয়ে উঠছেন। তার গ্ল্যামার যেন যে কোন অভিনেত্রী কে হার মানিয়ে দেবে।
সদ্য টেলিগ্রাফের হয়ে একটি ফটোশুট করলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ফটোশুটের একটি ঝলক তিনি সকলের সাথে শেয়ার করে নিলেন। বাথ টবের পাশে শুধুমাত্র একটি তোয়ালে পরে বসে থাকতে দেখা গেল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
মুখে সেই চিরাচরিত হাসি। টেলিগ্রাফ কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ টেলিগ্রাফ এর কাছে, একথা জানাতেও ভোলেননি অভিনেত্রী।
প্রায় তিন দশক বাংলা ইন্ডাস্ট্রির ওপর রাজত্ব করার পরেও আজও সমানভাবে যার চাহিদা সকলের কাছে একই রকম রয়েছে, তিনি আর কেউ নয়,ঋতুপর্ণা সেনগুপ্ত।
ঋতুপর্ণা সেনগুপ্তের ইতিমধ্যেই মুগ্ধ করেছে তার অনুগামীদের। লক্ষাধিক ভিউয়ার্স এবং লাইক কমেন্টের মধ্যে ভাইরাল হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের এই তোয়ালে পরিহিত ছবি।