অনলাইন ডেস্ক, ২৮ জুন।। সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় ‘ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ ব্যবহৃত বিভিন্ন স্থাপনা’ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এতে কমপক্ষে পাঁচ মিলিশিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা বলেছে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে এমন বিভিন্ন স্থাপনার ওপর ধারাবাহিক হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতির প্রেক্ষিতে এ বিমান হামলা চালানো হয় বলে পেন্টাগন জানিয়েছে।
পেন্টাগন প্রেস সেক্রেটারি জন কিরবি এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী আজ (রবিবার) সন্ধ্যার দিকে ইরাক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ ব্যবহৃত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নির্ভুলভাবে আত্মরক্ষামূলক এ বিমান হামলা চালায়। ’
এতে আরও বলা হয়, ‘ইরাকে মার্কিন স্বার্থ লক্ষ্য করে ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপ বারবার হামলা চালানোর পর এসব বিমান হামলা চালানো হলো। ’
প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো এ ধরনের হামলা চালানো হলো। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় ২০ জন নিহত হন।